গত ১৯ অক্টোবর বিজয়ী দশমী উপলক্ষে সাতকানিয়া উপজেলার দক্ষিণ ধর্মপুর বণিক পাড়া জ্বালাকুমারী মন্দিরের উদ্যোগে গরীব ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বস্ত্র বিতরণে সার্বিক সহযোগিতা করেন প্রকৌশলী নিহার ভট্টাচার্য ও এলাকাবাসী । আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্রী অনুপ কুমার ধর এবং লিটন চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অনিল কুমার ধর, সুধারাম শর্মা, চিত্তরঞ্জন সুশীল, সুধীর ধর, বাবুল চৌধুরী, নির্মল ধর, পুলক ভট্টাচার্য, বাবুল ধর, বুলবুল ধর, সাছিরাম সুশীল, বিজয় ধর, পঙ্কজ ধর, তাপস ধর, রতন ধর, অভিজিৎ ধর (সাজু), প্রলয় চৌধুরী (টুবলু), অনিশেষ ধর (তবি) প্রমুখ।।