সাতকানিয়ার বায়তুল ইজ্জতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একমাত্র ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজে ৯১তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০১ মার্চ) দুপুরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি।
স্বরাষ্ট্রমন্ত্রী বিজিবির ক্রমাগত উন্নয়নের ধারা তুলে ধরে বলেন, এ বাহিনীকে যুগোপযোগী করে গড়ে তোলার ব্যাপারে বর্তমানে অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে রিজিয়ন, সেক্টর, ব্যাটালিয়ন এবং বিওপিগুলো নির্মাণ করা হয়েছে এবং সমগ্র সীমান্ত সুরক্ষার জন্য আরও স্থাপনা নির্মাণের পরিকল্পনা রয়েছে।
বিজিবিকে দক্ষ, চৌকস ও প্রশিক্ষিত বাহিনী উল্লেক করে তিনি বলেন, একটি বলিষ্ঠ ও দক্ষ বাহিনী গড়ে তোলার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন কঠোর প্রশিক্ষণ, সৎচরিত্র, মানসিক দৃঢ়তা, অধ্যবসায়, শৃঙ্খলাবোধ ও সঠিক নেতৃত্ব।
তিনি সৈনিক জীবনে আনুগত্য, শৃঙ্খলা, ধর্মীয় বিশ্বাস, মানবিক ও নৈতিক মূল্যবোধের অনুশীলনের প্রতি গুরুত্বারোপ করেন।
কুচকাওয়াজের প্যারেড কমান্ডার ছিলেন মেজর কাজী মঞ্জুরুল ইসলাম ও প্যারেড অ্যাডজুটেন্ট সহকারী পরিচালক মো. শাহাদাত হোসেন।
প্রধান অতিথি ৯১তম ব্যাচের ৫৩৫ জন নবীন সৈনিকদের মধ্যে বিষয়ভিত্তিক প্রথম স্থান অর্জনকারী ও সব বিষয়ে শ্রেষ্ঠ নবীন সৈনিকের মাঝে পুরস্কার বিতরণ করেন। তিনি শ্রেষ্ঠ নবীন সৈনিক (সিপাহি) মো. তুহিন মিয়াকে অভিনন্দন জানান।