বিজিএমইএ’র পরিচালক হলেন মেরাজ ই মোস্তফা

পোশাক শিল্প প্রতিষ্ঠান ফ্যামিলিট্যাক্সের চেয়ারম্যান মেরাজ ই মোস্তফা কায়সার বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক নির্বাচিত হয়েছেন।

তিনি শিল্পপতি ও বিজিএমইএ’র সাবেক প্রতিষ্ঠাতা ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শাহজাহানের সন্তান।

মেরাজ ই মোস্তফা কায়সার লন্ডনের ইউনিভার্সিটি অব ভিক্টোরিয়া থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে এমবিএ ডিগ্রি অর্জন করেন। এরপর ব্যবসা শুরু করেন।

দেশের শিল্পোন্নয়ন এবং রফতানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তিনি।