বিএম এনার্জি কাপ গলফ টুর্নামেন্ট সম্পন্ন

ক্রিড়া ডেস্ক:ভাটিয়ারী গলফ এন্ড কান্ট্রি ক্লাবে প্রথম বিএম এনার্জি কাপ গলফ টুর্নামেন্ট গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়। এ টুর্নামেন্টের স্পন্সর ছিল বিএম এনার্জি বাংলাদেশ লি.। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন ভাটিয়ারী গলফ এন্ড কান্ট্রি ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল এস এম মতিউর রহমান। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মিলিটারি একাডেমির কমান্ড্যান্ট মেজর জেনারেল আনোয়ারুল মোমেন, বিএম এনার্জি বাংলাদেশ লি. এর এক্সিকিউটিভ ডাইরেক্টর ক্যাপ্টেন (অব.) মো. সাজ্জাদ আলম, ভাটিয়ারী গলফ এন্ড কান্ট্রি ক্লাবের ভাইস প্রেসিডেন্ট (প্রশাসন ও অর্থ) ব্রিগেডিয়ার জেনারেল আসিফ আহমেদ আনসারী, ভাইস প্রেসিডেন্ট (গলফ) মীর্জা সালমান ইস্পাহানী, ভাইস প্রেসিডেন্ট (উন্নয়ন) মিয়া এম এ রহিম, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ফরিদউদ্দিন সহ সামরিক-বেসামরিক উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। টুর্নামেন্টে মহিলা গলফার ৮ জন, জুনিয়র গলফার ১১ জন, সিনিয়র গলফার ৫ জনসহ মোট ১৮০ জন দেশি বিদেশি গলফার অংশগ্রহণ করেন। টুর্নামেন্ট শেষে রাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন মেজর জেনারেল এস এম মতিউর রহমান। অনুষ্ঠানে স্পন্সরের পক্ষে বক্তব্য রাখেন বিএম এনার্জি বাংলাদেশ লি. এর এক্সিকিউটিভ ডাইরেক্টর ক্যাপ্টেন (অব.) মো. সাজ্জাদ আলম। পরিচালনায় ছিলেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ফরিদউদ্দিন। এ ছাড়াও অনুষ্ঠানে বিএম এনার্জি বাংলাদেশ লি. এর উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, বিজিসিসি’র সদস্যবৃন্দ ও তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে বিজয়ীরা হলেন : উইনার-ব্রিগেডিয়ার জেনারেল মো. আশরাফুল হক (নেট-৬৮), রানার আপ-মেজর সাদ মোহাম্মদ আব্দুল্লাহ আজিজ (নেট-৬৯), সেকেন্ড রানার আপ-ফরিদউদ্দিন (নেট-৭১), বেস্ট গ্রস-মঈনুল হোসাইন চৌধুরী (সোহান) (গ্রস-৭৮), সেকেন্ড বেস্ট গ্রস-মাহির মোন্তাসির (গ্রস-৮১), (২২-২৪ হ্যান্ডিকাপ) বেস্ট পয়েন্ট-মোহাম্মদ আব্দুস সালাম (নেট-৭২), (২২-২৪ হ্যান্ডিকাপ) সেকেন্ড বেস্ট পয়েন্ট-মোহাম্মদ ফরিদুল আলম (নেট-৭৩), লেডিস উইনার-মিসেস্ মুন (নেট-৩৬), লেডিস রানার আপ-মিসেস্ মোরশেদা আশরাফ (নেট-৩৬), নাইন হোল উইনার-লিয়াকত আলী চৌধুরী (নেট-৩২), নাইন হোল রানার আপ-কর্নেল সৈয়দ মো. মোতাহের হোসাইন (নেট-৩৩), সিনিয়র উইনার-জে কে ক্যাং (নেট-৩৪), জুনিয়র উইনার-মাস্টার ইয়াসরিব (নেট-৩৯), জুনিয়র রানার আপ-মাস্টার আজলান এহসান (নেট-৪১), বেস্ট ফ্রন্ট নাইন-মোহাম্মদ আব্বাস উদ্দিন (নেট-৩৫), বেস্ট বেক নাইন-ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম সেফাউল কবির (নেট-৩৩), লঙ্গেস্ট ড্রাইভ-ক্যাপ্টেন (মেরিন) রফিকুল ইসলাম (হোল নং -১৩), নিয়ারেস্ট টু পিন-লে. কর্নেল মো. কামাল উদ্দিন (হোল নং-৬)।

আলোকিত সাতকানিয়া/এইচএম