বাশখালী উপজেলার গন্ডমারা ইউনিয়নে ভুল ঔষধ সেবনে এক শিশুর মৃত্যু

বাশখালী উপজেলার গন্ডমারা ইউনিয়নে ভুল ঔষধ সেবনের কারণে গত শুক্রবার রাত ৩টার দিকে সীমা জলদাস(৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। জানা যায়, গন্ডামারা ইউনিয়নের ২নং ওয়ার্ডের জেলে পাড়ায় শুভ দাসের কন্যা সীমা জলদাস গত শুক্রবার পেটে ব্যাথা অনুভব করে ফলে মা ভাগ্য জলদাস ঘরে রক্ষির পেট ব্যথার ট্যাবলেট খাইয়ে দেন। ব্যথা বেড়ে গেলে রাত ৩টার দিকে সীমা জলদাস কে বাঁশখালী হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রেশম বিশ্বাস ও সহকারী চিকিৎসক মাসুদ পারভেজ শিশুটিকে মৃত ঘোষণা করেন।
১৩ অক্টোবর সকালে বাড়ির পাশের শ্মাশানে তার সমাধি করা হয়।