বারিক মিঞা স্মৃতি জুনিয়র ক্রিকেটের উদ্বোধন

ঐকতান ক্লাব কর্তৃক আয়োজিত আলহাজ্ব বারিক মিঞা স্মৃতি (জুনিয়র) শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট মধ্যম গোসাইলডাঙ্গাস্থ বারিক মিঞা (বহুমুখী) উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন ২৮, ২৯ ও ৩৬নং ওয়ার্ড চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর কাউন্সিলর মিসেস ফেরদৌসি আকবর। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক মো. তবারক আলী, মেরিট প্লাস স্কুল এর অধ্যক্ষ এম.এ.সালাম, মো. আলমগীর কোম্পানী, মো. শাহজাহান কোম্পানী, মো. হাসান কোম্পানীসহ টুর্নামেন্ট এর আয়োজক ঐকতান ক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ আহাম্মদ, সহ-সভাপতি মো. আলমগীর ও মুনছুর আহাম্মদ ভূঁইয়া, সদস্য মো. সাইফুল ইসলাম (টিপু) প্রমুখ।