‘গাছ লাগান পরিবেশ বাঁচান’ এ প্রতিপাদ্য নিয়ে সাতকানিয়া উপজেলার বাজালিয়ার শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন অভিযান পরিচালনা করেছে ছাত্রলীগ । সংগঠনটির নেতা মোস্তাক আহমেদের নেতৃত্বে বিদ্যালয়টির আঙ্গিনা, মাঠের পার্শ্বস্থ পরিত্যাক্ত স্থান, পুকুর পাড় এবং মসজিদের পার্শ্বে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা রোপন করা হয়েছে।
বৃক্ষরোপন অভিযানে উপস্থিত ছিলেন শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু সজল কান্তি দাশ। এছাড়া ইউনিয়ন ছাত্রলীগ নেতৃবৃন্দ এবং বিদ্যালয়টির শিক্ষার্থীরা অভিযানে অংশ নেন।
এদিকে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ সেক্রেটারী মো: আবু তাহের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের একটি পোষ্টে ছাত্রলীগ নেতা মোস্তাক আহমেদকে বৃক্ষরোপন অভিযানের জন্য ধন্যবাদ জানিয়েছেন।
এ ব্যাপারে মোস্তাক আহমেদ বলেন, ছাত্রলীগকে পড়ালেখার পাশাপাশি সমাজ সেবা ও বিভিন্ন উন্নয়নমূলক কাজে এগিয়ে আসতে হবে।