সিজল ফুড প্রোডাক্টসের চেয়ারম্যান নুরুল আলমকে আহবায়ক এবং ফুলকলি ফুড প্রোডাক্টসের পরিচালক মো. কফিলউদ্দিনকে যুগ্ম আহবায়ক করে চট্টগ্রামে বাংলাদেশ সুইটস ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন (বিএসএমএ) চট্টগ্রাম বিভাগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এই আহবায়ক কমিটি আগামী এক মাসের মধ্যে সংগঠনের পূর্নাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করবেন।
গত ৭ জুন(বুধবার) সন্ধ্যায় চট্টগ্রামের একটি অভিজাত হোটেলে সংগঠনের চট্টগ্রাম বিভাগের সভাপতি ও বনফুল – কিষোয়ান গ্রুপের চেয়ারম্যান এম এ মোতালেব, সিআইপি, এর সভাপতিত্বে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুইটস ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের সভাপতি মাধব চন্দ্র ঘোষ। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি আবদুল মালেক। ফুলকলি ফুড প্রোডাক্টস এর জিএম এম এ সবুরের সঞ্চালনায় সভায় বিভিন্ন মিষ্টান্ন কোম্পানির পরিচালক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, বিপুল কর্মসংস্থান সৃষ্টিকারী দেশের বিশাল মিষ্টান্ন শিল্প জাতীয় অর্থনীতির উন্নয়নে ব্যাপক অবদান রাখছে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও বিএসটিআইকে ধন্যবাদ প্রদানের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।