বাংলাদেশ ব্যাংককে সতর্ক করলেন অর্থমন্ত্রী

আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে কালো টাকা ছড়ানোর আশঙ্কা রয়েছে। এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংককে সতর্ক থাকতে হবে। বললেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

একইসঙ্গে তিনি ব্যাংকগুলোকে ঋণ বিতরণের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রূপালী ব্যাংকের বার্ষিক সাধারণ সভায় অর্থমন্ত্রী এ আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ব্যাংকিং খাত নিয়ে সমালোচনা আছে। সেটা থাকবে। তবুও বাজেট থেকে সরকারি ব্যাংকগুলোতে মূলধন যোগান দেওয়া হবে।

তিনি বলেন, নির্বাচনী বছরে কালো টাকা ছড়ানোর আশঙ্কা রয়েছে। তাই ব্যাংকগুলোকেও ঋণ বিতরণের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।