বাঁশখালী সমিতি চট্টগ্রামের উদ্যোগে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে ভর্তিকৃত দরিদ্র রোগীদের মাঝে ওষুধ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।২১ সেপ্টেম্বর জাতিসংঘ ঘোষিত বিশ্ব শান্তি দিবস উপলক্ষে এ কর্মসূচি পালিত হয়।
এ সসময় উপস্থিত ছিলেন ইউএসটিসি‘র উপাচার্য ও সমিতির সভাপতি প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া, রাজনীতিবিদ মোসলেহ উদ্দিন মনসুর, লায়ন নাসিমুল আহসান চৌধুরী জুয়েল, লায়ন এডভোকেট শেখর দত্ত, ডা. স্বপন দে, লায়ন মোঃ আইয়ুব, নাফিজ মিনহাজ, আবু ওবাইদা আরাফাত, ডা. আসিফুল হক, মিসকাত উদ্দীন, ওসমান গনী, মিজান তাহের, সফি উল্লাহ প্রমুখ।
বাঁশখালী সমিতি চট্টগ্রামের নেতৃবৃন্দ এই সময় রোগী ও তাদের পরিবারের সাথে চিকিৎসা সেবার সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করেন।