বাঁশখালী পুকুরিয়া ইউনিয়নের চন্দ্রপুরে হাতির আক্রমণে অজ্ঞাত প্রতিবন্ধী যুবতীর মৃত্যু।

গতকাল ভোর ৫ টার দিকে বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চন্দ্রপুরে হাতির আক্রমণে অজ্ঞাত এক মানসিক প্রতিবন্ধী যুবতীর মৃত্যু মারা গেছেন ।
পাহাড় থেকে নেমে আসা হাতিটি চন্দ্রপুর প্রামের পশ্চিম পাড়ায় কবির আহমদ ও আবদুল্লাহর ২টি বসতবাড়ি ভেঙ্গে দিয়েছে। প্রতিদিন হাতির আতংকে লোকালয়ে মানুষ রাতের ঘুম হারাম করে পাহারা বসিয়েছে। তবুও হাতি লোকালয়ে হানা দিচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, পুকুরিয়া ও সাধনপুর ইউনিয়নের পাহাড়ি এলাকায় ৬টি হতি গত দুই মাস ধরে ঘুরাফেরা করে অবস্থান করছে। গতকাল চন্দ্রপুর এলাকায় ভোর সকালে মানসিক প্রতিবন্ধী অজ্ঞাত যুবতী হাতির সামনে পড়ে যায়। হাতিটি ধাওয়া করে শুঁড় দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে যুবতীর মৃত্যু হয়।
স্থানীয় লোকজন জানান যে যুবতীটি প্রায় ৪ মাস ধরে চন্দ্রপুর গ্রামে অবস্থান করছে সে কোথা থেকে এসেছে এই ব্যাপারে কারো জানা নেই। ভিকাষাবৃত্তি করে দিন অতিবাহিত করত। সে মুলত কুমিল্ল ও নোয়াখালীর ভাষায় কথা বলত কিন্ত অনেকের ধারণা যুবতীটি রহিঙ্গা
দুপুরে পুকুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আসহাব উদ্দিন প্রশাসনকে অবহিত করে লাশ দাফন করেছেন।