বাঁশখালী ছানুয়ায় কৃতী শিক্ষার্থী সংবর্ধনা শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ।

গতকাল সকালে কাদেরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বাঁশখালী দক্ষিণ ছানুয়া আদর্শ ছ্ত্র সংঘের উদ্যেগে সাংর্স্কতিক প্রতিযোগিতা ও কৃতী শিক্ষার্থীদের র্সবর্ধনা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এত প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ শ্রম সম্পাদক মো. খোরশেদ আলম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. খোরশেদ আলম বলেন বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। বছরের শুরুতে ছাত্র-ছাত্রীদের মাঝে বিনাম্যল্যে পাঠ্যবই বিতরণ এই সরকারের একটি উদ্যেগ। দেশের উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে আগামীতে আবারো বর্তমান সরকারকে ক্ষমতায় আনতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মিজবাহ উদ্দীন রাহাত এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হোসাইন মোহাম্মদ সোহেলের। উদ্বোধক ছিলেন দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. ইমরান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক করিম নেওয়াজ, আওয়ামী লীগ নেতা মো. হুমায়ুন, জিয়াউদ্দীন আরিফ, মনছুর উদ্দীন, মো. শামীম, সাজ্জাদ হোসেন শাওন, রিদুয়ান, ইমরান, শহীদুল ইসলাম প্রমুখ
এ সময় গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে সংগঠনের পক্ষ থেকে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।