বাঁশখালীতে অ্যাডভোকেট আবু ছালেহ চৌধুরীর ২০তম মৃত্যুবার্ষিকী ও সদ্যপ্রয়াত কেন্দ্রীয় ছাত্রদল সদস্য, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শহিদুল ইসলামের রুহের মাগফেরাত কামনায় বাঁশখালী কমল স্মৃতি সংসদের উদ্যোগে খতমে কোরান ও দোয়া মাহফিল মঙ্গলবার বাহারছড়া ইউনিয়নের পূর্ব চাঁপাছড়ি মোহাম্মদ খাঁন জামে মসজিদে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বাঁশখালী কমল স্মৃতি সংসদের আহবায়ক ওসমান গণি মুজাহিদ, সিনিয়র যুগ্ম আহবায়ক বেলাল মাহমুদ, যুগ্ম আহবায়ক জালাল উদ্দিন, সৈয়দ নুরুল আবচার, সিনিয়র সদস্য সুজা উদ্দীন, আনিচুজ্জামান, মোহাম্মদ ওয়াজেদ, আতিকুর রহমান, যুবনেতা দেলোয়ার খাঁন, ছাত্রনেতা আব্দুল মালেক, এনাম খাঁনসহ নেতৃবৃন্দ। এ সময় জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোসহ প্রয়াত সকল নেতাকর্মীর রুহের মাগফেরাত ও দেশের শান্তি কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি