বাঁশখালী উপজেলা পূজা কমিটির সাথে মোস্তাফিজের মতবিনিময়।

বাঁশখালী উপজেলা পূজা কমিটির সঙ্গে ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় মতবিনিময় সভায় বাঁশখালী থেকে নির্বাচিত সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেছেন প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মন্দির, মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে নতুন নতুন ভবন নির্মিত হয়েছে। ধর্মীয় মঠ-মন্দিরের সংস্কার ও উন্নয়নে কাজ করছে সরকার।
পূজা কমিটির আহ্বায়ক টুটুন চক্রবর্তী’র সভাপতিত্বে ও সদস্য সচিব উত্তম কারণ’র সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সংগঠনের উপদেষ্টা তাপস কুমার নন্দী, উপদেষ্টা যথাক্রমে পুলিন শীল, শ্যামল দাশ, তপন দাশগুপ্ত, নিলকণ্ঠ দাশ, প্রনব দাশ, ডা. আশীষ শীল ও রানা কুমার দে। বক্তব্য রাখেন, অশোক চৌধুরী, স্বপন দাশ, পিযুষ কর, রাকেশ দাশগুপ্ত, শুভ শীল, সজল দাশ, কনক দাশ, শেখর চৌধুরী, পরিমল সেন ও পুলিন শীল প্রমুখ।
বক্তারা আগামী শারদীয় দুর্গোৎসব বাঁশখালীতে মহাসমারোহে উদযাপনের লক্ষ্যে মাননীয় সাংসদ ও প্রশাসনিক কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেন। সভায় ২৮ সেপ্টেম্বর বিকেলে বাঁশখালী বালিকা বিদ্যালয় মাঠে বাঁশখালীর প্রতিটি পূজাম-পের প্রতিনিধিদের সাথে প্রশাসনিক সমন্বয় সভারও সিদ্ধান্ত গৃহীত হয়।