গত সোমবার চাম্বল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদের উদ্যোগে সড়ক নিরাপত্তা যানজট নিরসনে আইনশৃঙ্খনা অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাশখঅলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বক্তা ছিলেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন, ছনুয়া ইউনিয়নের চেয়ারম্যান হারুনুর রশীদ প্রমুখ।
সভায় বক্তারা সড়ক নিরাপত্তা ও যানজট নিরসনে গৃহীত পদক্ষেপগুলো মেনে চলার জন্য আহবান জানান।