বাঁশখালীর চাম্বল ইউনিয়নের গতকাল শনিবার সকালে পশ্চিম চাম্বল শীল পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বাড়ি পুড়ে ছাই হয়েগেছে। এই অগ্নিকান্ডে আনুমানিক প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জানাযায়, হরিধর সুশীলের বাড়িতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে মুহুর্তের মধ্যে সবখানে ছড়িয়ে পড়ে। স্থানীয় জনগণ বাঁশখালী ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌছে। তার আগেই হরিধর সুশীল, সাধন সুশীল ও পরিধন সুশীলের বাড়ির সব মালামাল পুড়ে গিয়ে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পশ্চিম চাম্বল শীল পাড়ায় চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নগদ অর্থ ও চাল প্রদান করেন এবং প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।