বাঁশখালীর গুনাগরি বাজারে ৩০ তম এজেন্ট ব্যাংকিং শাখার আনুষ্ঠানিক উদ্বোধন

গতকাল ৯ সেপ্টেম্বর বাঁশখালীর গুনাগরি বাজারে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ৩০ তম এজেন্ট ব্যাংকিং শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে এ শাখার উদ্বোধন করেন ইউসিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক এন মুস্তাফা তারেক। এ সময় অন্যান্যের মধ্যে ইউসিবি চট্টগ্রাম জোনাল ও প্রধান কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। এ শাখার মাধ্যমে ব্যাংক হিসাব খোলা, নগদ অর্থ জমা ও উত্তোলন, টাকা ট্রান্সফার, বিদ্যুৎ ও অন্যান্য বিল প্রদান, রেমিটেন্সসহ বিভিন্ন প্রকার ব্যাংকিং সেবা প্রহণ করতে পারবেন অত্র অঞ্চলের মানুষ। দেশের প্রত্যন্ত অঞ্চলে আর্থিক সেবা পৌঁছে দেয়ার লক্ষে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম চালু করেছে ইউসিবি।