বাঁশখালীতে ৫দিন ধরে ১৭ জন মাঝিসহ ফিশিং বোর্ড নিখোজ।

বাঁশখালীতে ১৭ জন মাঝি সহ একটি মাছ ধরার ট্রলার ৫ দিন ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজ সবাই গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনার দক্ষিণ পাড়ার একই গ্রামের বাসিন্ধা। বিগত ৩ দিন ধরে দুটি ট্রলার নিয়ে সাগরে তাদের উদ্ধারে খোজ চললেও এখনো পর্যন্ত তাদের কোনো হদিস পাওয়া যায়নি।
খোঁজ নিয়ে জানা যায়, মাছ ধরার ট্রলারটি পূর্ব বড়ঘোনা গ্রামের বশির আহমদ কোম্পানির। ট্রলারটি গত মঙ্গলবার ১৭ জন মাঝি মাল্লা বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। গত শুক্রবার ও গতকাল শনিবার সন্ধ্যার মধ্যে এলাকার সব ধরনের মাছ ধরার নৌকা উপকূলে পৌঁছলেও ঐ ট্রলারটি এখনও পৌঁছেনি। তাদের হাতে থাকা সবগুলো মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

এফবি রহমানিয়া ফিশিং মাঝিমাল্লারা হলেন, পূর্ব বড়ঘোনা এলাকার মোঃ জসিম মাঝি (৩৬), নুরুল কাদের (২৬), মোঃ রিদুয়ানুল হক (২৫), আনিসুর রহমান (২৫), মোঃ আলমগীর (২৭), আব্দুর রহিম (২৪) পিতা তালেব আলী, আবদুর রহিম(২৮), পিতা মোস্তফা আলী, হারুনুর রশিদ (২৬), মিজানুর রহমান (২৫), আবদুল করিম (২৬), আবু তৈয়ব (৩৮), মোঃ আবছার (৩৬), হেফাজ উদ্দীন (২৮), মোঃ এরশাদ (২৯), নেজাম উদ্দীন (২৬), জসিম উদ্দীন (২৪), মোহাম্মদ আনসার(২৬) প্রমুখ। বাঁশখালী থানার ওসি কামাল হোসেন ঘটনারর সত্যতা স্বীকার করে বলেন, আমরাও সাধ্য অনুযায়ী খবর নেয়ার চেষ্টা করছি। উপকূলের সকল থানা ও কোস্টগার্ডকে এ ব্যাপারে অবহিত করা হয়েছে।