বাঁশখালীতে ৪র্থ শ্রেণির এক ছাত্রীর রহস্যজনক মৃত্যু

বাঁশখালীর খানখানাবাদ ইউনিয়নে এক স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।
নিহত ছাত্রীর নাম জান্নাতুল সায়মা(১১)। সে খানখানাবাদ ইউপি’র রায়ছটা গ্রামের আব্দুল হাকিমের কন্যা।
মৃত জান্নাতুল সায়মা উত্তর রায়ছটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সায়মা ২ অক্টোবর স্কুলে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ার পর অসুস্থ হয়। এর পরদিন ৩ অক্টোবর স্কুলে ছাত্রছাত্রীদের সাথে বিবাদের এক পর্যায়ে আহত হয়। এই দুই ঘটনার পর কিছুটা সুস্থ হলেও শনিবার সকালে আবারো অসুস্থ হয়। এসময় তাকে খানখানাবাদের চৌধুরীহাটস্থ ডাক্তারের কাছে নেয়া হলে তার মৃত্যু হয়। স্থানীয় চেয়ারম্যান এডভোকেট বদরুদ্দিন চৌধুরী বলেন, শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়েছি এবং তার পরিবারের লোকজন ময়না তদন্ত ছাড়া লাশ দাফনের জন্য অনুরোধ করেছিল। কিন্তু পুলিশ এসে তার লাশ নিয়ে যায়। এব্যাপারে বাঁশখালী থানার ওসি মো. কামাল হোসেন জানান, ছাত্রীটির মৃত্যুর সাথে দুইটা ঘটনা জড়িত। প্রথম হচ্ছে কৃমি নাশক ঔষুধ খাওয়া। দ্বিতীয় হচ্ছে সহপাঠীদের সাথে বিবাদে আহত হওয়া। প্রকৃত ঘটনা নিশ্চিত হওয়ার জন্য তার লাশ ময়না তদন্তের ব্যবস্থা করেছি। এবিষয়ে একটি জিডি করা হয়েছে।