গতকাল নাপোড়া মন্দির প্রাঙ্গণে বাঁশখালী মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা সুভাষ আচার্যের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা অনুষ্ঠিত হয়। স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন অর্থ ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি। সভায় প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, বীর মুক্তিযোদ্ধা সুভাষ আচার্য্যের মত বীরদের জন্ম হয়েছিল বলে এদেশ স্বাধীনতা অর্জন পূর্বক বিজয়ের স্বাদ গ্রহণ করতে পেরেছে।
এসময় মোস্তাফিজুর রহমান চৌধুরী বীর মুক্তিযোদ্ধা সুভাষ আচার্য্যের নামে নাপোড়া এলাকার একটি সড়কের নামকরণ করেন এবং অচিরেই এই সড়কটি যথাযথ বরাদ্দের মাধ্যমে উন্নয়ন সাধন করবে বলে জানান
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখেরখীল ইউনিয়নের চেয়ারম্যান মো. ইয়াছিন।বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, সাংগঠনিক সম্পাদক ও সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকা, দপ্তর সম্পাদক শ্যামল দাশ, বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি অধ্যাপক তাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হাশেম মানিক, আহমদ ছফা, মুজিবুর রহমান চৌধুরী, আবুল হোসেন ভুট্টু, বিটু আচার্য্য, বিশ্বজিৎ দেব, রিয়াজ উদ্দিন চৌধুরী প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুতের ডিজিএম নাঈমুল হাসান, পরিচালক জাফর আহমদ, জিল্লুল করিম শরীফি, শেখ মুস্তবা আলী মিশু, বেদার উদ্দিন তালুকদার, আবুল কালাম আজাদ প্রমুখ।সভা শেষে সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি নাপোড়া শেখেরখীল এলাকার ৩শ ২৫ বাড়িতে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন।
মুক্তিযোদ্ধা সুভাষ আচার্যের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী