বাঁশখালীতে বিদ্যু স্পৃষ্টে মৃত্যু

বাঁশখালীতে বিদ্যু স্পৃষ্টে হাফেজ কলিম উল্লাহ(২২)নামে এক ব্যক্তির মৃত্যু খবর পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার দুপুরে ছনুয়া ইউনিয়নের খুদুকখালী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত হাফেজ কলিম উল্লাহ(২২)খুদুকখালী গ্রামে গ্রামের নুর আহমদের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল নিজ বড়িতে বৈদ্যুতিক বাল্ব লাগাতে গিয়ে এই ঘটনা ঘটে। দ্রুত পরিবারের সদস্যরা তাকে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভগে কর্মরত ডা. শারমিন আক্তার তাকে মৃত বলে ঘোষণা করেনর্