বাঁশখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু।

গত শুক্রবার সকাল সাড়ে ১১ টায় বাঁশখালীর শীলকুপ ইউনিয়নের মনকিচর গ্রামে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
শিশুটির নাম ইসমত আরা বলে জানা গেছে। সে পূর্ব মনকিচর গ্রামের মোহাব্বত আলীপাড়ার মাহমুদুল ইসলামের মেয়ে। শিশুর মা বাইরে ধান শুকানোর কাজে বের হলে সকাল সাড়ে ১১টার দিকে সে পানিতে পড়ে যায় বলে জানান ‍শিশুটির বাবা আহমদুল ইসলাম। এদিকে মেয়েটির মা বাড়িতে ফিরে তার সন্তানকে না দেখে খোঁজ নিতে গেলেই পাশের পুকুরে তাকে ভাসমান অবস্থায় দেখে। পরে তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত্য বলে ঘোষণা করেন।