গতকাল শুক্রবার দুপুরে অবৈধভাবে ডকুমেন্টবিহীন যানবাহন চলার দায়ে বাঁশখালী উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে ৪টি সিএনজি ট্যাক্সিকে ৫শত টাকা করে ২হাজার টাকা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
বাঁশখালী উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট/নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কের উপর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিভিন্ন ধরনের যানবাহনের ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির ফিটনেস, ইন্স্যুরেন্সসহ বিভিন্ন কাগজ যাচাই বাছাই করেন। ৪ জন সিএনজি ট্যাক্সি চালকের লাইসেন্স না থাকায় প্রতি সিএনজি ট্যাক্সিকে ৫শত টাকা হারে জরিমানা প্রদান করেন।