বাঁশখালীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ অনূর্ধ-১৭ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ অনূর্ধ-১৭ ফুটবল টুর্নামেন্টের দুটি খেলা গতকাল সোমবার বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। দিনের প্রথম খেলায় কালীপুর ইউনিয়ন একাদশ বনাম সাধন ইউনিয়ন একাদশেল মধ্যে অনুষ্ঠিত হয়। এতে কালীপুর ইউনিয়ন একাদশ টাইব্রেকারে জয় লাভ করে সেমিফাইনাল নিশ্চিত করে। দ্বিতীয় খেলা পুইঁছড়ি ইউনিয়ন একাদশ বনাম পুকুরিয়া ইউনিয়ন একাদশের এর মধ্যে অনুষ্ঠিত হয়। এই খেলায় পুঁইছড়ি ইউনিয়ন একাদশ ৬-০ গোলে জয় লাভ করে সোমিফাইনাল নিশ্চিত করে। খেলা শেষে দুটি খেলায় দু,জনকে ম্যান অব দ্যা ম্যাচ পুরষ্কার করা হয়। এ সময় উপস্থিত থেকে পুরষ্কার বিতরন করেন বাশঁখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার, সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন খোকা, কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট শাহাদাত আলম, পুকুরিয়া ইউনিয়নের আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমিত্র সেন বড়ুয়া, মো: আজগর হোছাইন, সাংবাদিক কল্যাণ বড়ুয়াসহ দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আগামী ১২ সেপ্টেম্বর দুটি সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।প্রথম খেলা বৈলছড়ি একাদশ বনাম গন্ডামারা একাদশের মধ্যে এবং বিকালে কালীপুর একাদশ বনাম পুঁইছড়ি একাদশের মধ্যে দুটি খেলা অনুষ্টিত হবে। আগামী ১৫ সেপ্টেম্বর ফাইনাল খেলা অনুষ্টিত হবে।