বাঁশখালী পৌরসভায় গাছের সাথে ফাস লাগালো অবস্থায় যুবকের লাশ উদ্ধারের ঘটনায় পৌরসভার ৩নং ওয়ার্ডের বাসিন্দা নিহতের ভাই শিব্বির আহমদ বাদি হয়ে গত মঙ্গলবার মামলা দায়ের করেছেন। গত সোমবার দিবগত রাতে ফাঁসিতে আত্নহত্যার ঘটনায় মামলার আসামিরা হচ্ছেন,বাহারছড়া ইউনিয়নের চাপাছড়ি গ্রামের নিহতের নিহতের স্ত্রী তানজিন সুলতানা, শাশুড়ি জুলিয়ারা বেগম, নিহতের শ্বশুড় নুরুল ইসলাম, চাচা শ্বশুড় আবদুর রহিম ওআলম নুর ও নুরুল আমিন, মোর্শেদুল আলমকে আসামি করে বাঁশখালী থানায় মামলাটি দায়ের করেছেন।।
জানা যায়, বাঁশখালী পৌরসভার নোয়াপাড়া ৩নং ওয়ার্ড়ে গত সোমবার সকালে ঝুলন্ত অবস্থায় শাহ আলম নামে উক্ত যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। এঘটনায় পুলিশ তাৎক্ষণিকভাবে স্ত্রী তাসমিন সুলতানা ও শাশুড়ি জুলিয়া বেগমকে গ্রেপ্তার করে। বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন বলেন, মামলায় অভিযুক্ত ৬ আসামির মধ্যে ২ জন গ্রেপ্তার রয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।