বাঁশখালীতে অনূর্ধ ১৭ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন বৈলছড়ি একাদশ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ অনূর্ধ ১৭ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল শনিবার বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় বৈলছড়ি একাদশ ১–০ গোলে পুঁইছড়ি একাদশকে পরাজিত করে। খেলা খেলায় রেফারী ছিলেন নাছির উদ্দিন, সহকারী ছিলেন সোহাগ উদ্দিন ও মো. এমরান। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মাওলানা জহিরুল ইসলাম,সহকারি কমিশনার (ভূমি) আরিফুল হক মৃদুল,উপজেলা কৃষি কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও দক্ষিন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমদ রবি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, সরল ইউনিয়নের চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, বৈলছড়ি ইউনিয়নের চেয়ারম্যান কপিল উদ্দিন,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক আবুল হাসেম মানিক,প্রধান শিক্ষক সুমিত্র সেন বড়ুয়া, ইয়াছির আরাফাত,ক্রীড়া সংগঠক জাফর ইকবাল, আজগর হোছাইন, সাংবাদিক কল্যাণ বড়ুয়া,মো. মামুন, ফাহিম চৌধুরী,প্রমুখ।