বল আনতে গিয়ে নালায় দেখল মানুষের পা!

নালায় পড়ে যাওয়া ক্রিকেট খেলার বল আনতে গিয়ে শিশুরা দেখল মানুষের পা। যে শিশুটি নালায় নেমেছিল তার বিকট চিৎকারে জড়ো হলো অনেক মানুষ। তারপর তারা স্থানীয় কাউন্সিলর ও থানায় খবর দেন একটি মরদেহ পড়ে আছে নালায়।

সোমবার (২ এপ্রিল) সকাল ১০টার দিকে নগরীর হালিশহর থানাধীন ছোটপুল এলাকায় মরদেহটিকে ঘিরে হইচই পড়ে যায়।

স্থানীয় বাসিন্দা একে আজাদ জানান, ইসলাম মিয়ার ব্রিকফিল্ড সড়কের বড়ুয়া বিল্ডিংয়ের পাশে শিশুরা ক্রিকেট খেলার বল কুড়িয়ে আনতে নামলে মানুষের পা দেখে ভয় পেয়ে যায়। এরপর শত শত কৌতূহলী মানুষের ভিড় জমে যায়।

২৭ নম্বর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডের কাউন্সিলর এইচএম সোহেল  জানান, স্থানীয় শিশু-কিশোররা ৭ নম্বর সড়কের শেষ মাথায় নালার মধ্যে একটি মরদেহের পা দেখতে পায়। খবর পেয়ে সেখানে হালিশহর থানার একটি টিম এসেছে।

বেলা সাড়ে ১১টায় হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, নালার মধ্যে পাওয়া মরদেহটি আনুমানিক ২৮-২৯ বছরের এক নারীর। মরদেহে পচন ধরেছে। ধারণা করা হচ্ছে তিন-চার দিন আগে মৃত্যু হয়েছে তার। আমরা মরদেহের পরিচয় শনাক্ত করার চেষ্টা করছি। এরপর সেটি চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হবে ময়নাতদন্তের জন্য।