বন্দর অনুর্ধ্ব-১২ ক্রিকেটে ব্রাদার্স ও আফতাব একাডেমির জয়

চট্টগ্রাম বন্দর অনুর্ধ্ব-১২ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে- গতকাল অনুষ্ঠিত ২টি খেলায় ব্রাদার্স ক্রিকেট একাডেমি ৬০ রানে এ জে ক্রিকেট একাডেমিকে এবং আফতাব আহমেদ ক্রিকেট একাডেমি ৬ রানে এস এস ক্রিকেট একাডেমিকে হারিয়েছে। বন্দর স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় টসে জিতে ব্রাদার্স ক্রিকেট একাডেমি প্রথমে ব্যাট করে ২০ ওভারে ২ উইকেটে ১৩৯ রান করে। জবাবে এ জে ক্রিকেট একাডেমি ৭৯ রানে অল-আউট হয়। খেলা শেষে ম্যান অব দ্য ম্যাচ ব্রাদার্স ক্রিকেট একাডেমির আহনাফ’কে পুরস্কার প্রদান করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের হিসাব রক্ষণ কর্মকর্তা ও চবক ক্রীড়া সমিতির সহ সাধারণ সম্পাদক এস এম মারুফ। ২য় খেলায় টসে জিতে আফতাব ক্রিকেট একাডেমী ব্যাট করার সিদ্বান্ত নেয় এবং নির্ধারিত ১৯.৪ ওভারে ১২০ রানে সবকটি উইকেট হারায়। জবাবে এস এস ক্রিকেট একাডেমি ৮ উইকেটের বিনিময়ে ১১৪ রান করে। খেলা শেষে ম্যান অব দ্য ম্যাচ আফতাব ক্রিকেট একাডেমির মেহেদি’কে পুরস্কার প্রদান করেন চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্সের সহকারি ক্রিকেট কোচ মো. রাশেদ খান।