বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে সাতকানিয়ার নলুয়া ও পৌরসভা একাদশের জয়

সাতকানিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের গতকালের(বুধবার)দুপুর আড়াইটার র্খের্লায় জয় পেয়েছে নলুয়া ইউনিয়ন একাদশ। সাতকানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ খেলায় তারা ট্রাইবেকারে ৫-৪ গোলে খাগরিয়া ইউনিয়ন একাদশকে হারিয়েছে। এ খেলায় নলুয়া ইউনিয়নের রোবায়েত সেরা খেলোয়াড় নির্বাচিত হন। একই মাঠে অনুষ্ঠিত দিনের অপর খেলায় সাতকানিয়া পৌরসভা একাদশ সহজেই ৫-১ গোলে কালিয়াইশ ইউ-নিয়নকে হারিয়েছে।