লোহাগাড়ায় গতকাল শেষ হওয়া এ টুর্নামেন্টে লোহাগাড়া যুব একাডেমি দল চ্যাম্পিয়ন হয়েছে। পদুয়া এসি এম উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে লোহাগাড়া যুব একাডেমি দল ১-০ গোলে পদুয়া ইউনিয়নকে পরাজিত করেছে। খেলা শেষে উপজেলা নির্বাহী অফিসার আবু আসলাম প্রধান অতিথি হিসেবে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এতে বিশেষ অতিথি ছিলেন, পদুয়া ইউপি চেয়ারম্যান মো. জহির উদ্দিন জহিরের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বান্দরবন শ্রমিক লীগের সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম । সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাস্টার এস এম শামসুল আলম।