ফ্রান্সে হজরত মুহাম্মদ (সা.) এর কার্টুন প্রকাশের বিরুদ্ধে সারা দেশের মত সাতকানিয়াতেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। জুমাবার (৬ নভেম্বর ) সাতকানিয়ার প্রতিটি মসজিদের সামনে বিক্ষোভ মিছিল, সমাবেশে এবং মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকার রাসূলপ্রেমী মুসল্লীরা। নলুয়া পুর্ব গাটিয়া ডেঙ্গা আনিচ বাড়ী জামে মসজিদ থেকে জুমার নামাজের পর এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। ছাত্রলীগ নেতা তালিমুল কায়েস ও মিজানের আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন আওয়ামীলীগ নেতা আ জ ম সেলিম। এতে অংশ গ্রহন করেন প্রবীন শিক্ষাবিদ আলহাজ্ব নুরুল হক মাস্টার, আনিচ বাড়ী জামে মসজিদের খতীব হাফেজ মাও:জুবায়ের, সমাজ সেবক আলমগীর, কাদেরীয়া মাদ্রাসার সুপার মাও: নুরুল হক, নলুয়া সোসাইটির সভাপতি জসিম উদ্দিন সহ প্রায় পাঁচ শতাধিক মুসল্লি। মিছিল শেষে হাঙ্গরমুখ বাজার চত্বরে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন,নবী করীম (সঃ) নিয়ে ফ্রান্সের ব্যঙ্গ চিত্র প্রদর্শন চরম গর্হিত কাজ। পুরো মুসলিম বিশ্বের উচিৎ ফ্রান্সের সাথে সকল কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করা। ফ্রান্সকে অবশ্যই নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। প্রধানমন্ত্রীর মাধ্যমে জাতিসংঘে নিন্দা পাঠানোর দাবি জানান মুসল্লিরা। আওয়ামীলীগ নেতা আজম সেলিম বলেন,ফ্রান্সের পন্য বর্জন করতে হবে; এটি ফ্রান্সের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ।