ফোরজি তরঙ্গ নিলাম হাইকোর্টে স্থগিত

ফোর-জি লাইসেন্স আবেদন ও তরঙ্গ নিলামের সময়সূচি ঘোষণা করেছিল টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। সেসময় আপত্তিও করেছিল অপারেটররা।

আজ (বৃহস্পতিবার) এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি করে ওই বিজ্ঞপ্তি স্থগিতের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমদের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার রুলসহ এ আদেশ দেন।

সরকার বছরের প্রথম থেকেই ফোরজি সেবা চালুর কথা বলেছিল। এই আদেশের ফলে তা অনিশ্চয়তায় পড়ল।

গত ডিসেম্বর বিশেষ কমিশন সভায় বিটিআরসি একটি গাইড লাইন তৈরি করেছিল। একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করে।

বিটিআরসির ওই বিজ্ঞপ্তি ২০০৮ সালের ব্রডব্যান্ড গাইডলাইন্সের সঙ্গে সাংঘর্ষিক- এমন যুক্তি দিয়ে আদালতে এই রিট আবেদন করা হয়।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ড. কামাল হোসেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস।

গেলো বছর ৪ ডিসেম্বর বিটিআরসি ফোরজি লাইসেন্সের আবেদন চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে। এর আগে ২৯ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ সংক্রান্ত নীতিমালার চূড়ান্ত অনুমোদন পায় টেলিযোগাযোগ বিভাগ।

বিজ্ঞপ্তিতে তরঙ্গ নিলামের জন্য ১৪ জানুয়ারির মধ্যে আগ্রহীদের ফোরজি সেবার লাইসেন্সের আবেদন জমা দিতে বলা হয়। ১৩ ফেব্রুয়ারি তরঙ্গ নিলাম দিন ঠিক করা হয়।

রুলে দরপত্র আহ্বানের নোটিশ সাংঘর্ষিক বলে কেন অবৈধ হবে না তা জানতে চাওয়া হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ সচিব, বিটিআরসির চেয়ারম্যানসহ বিবাদীদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।