গত বছরের ১৭ সেপ্টেম্বর ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতার নিবন্ধন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজক ও অতিথিরা। ফাইল ছবি
গত বছরের ১৭ সেপ্টেম্বর ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতার নিবন্ধন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজক ও অতিথিরা। ফাইল ছবি
গত দেড় বছরে অন্তত তিন দফা পিছিয়ে আবার নতুনভাবে শুরু হতে যাচ্ছে চলচ্চিত্রের শিল্পী অন্বেষণের অনুষ্ঠান ‘নতুন মুখের সন্ধানে’। এপ্রিল মাস থেকে ‘নতুন মুখের সন্ধানে ২০১৯’ নামে এই প্রতিযোগিতা শুরু হওয়ার প্রস্তুতি চলছে। সারা দেশ থেকে আগ্রহীরা অনলাইনে আবেদন করে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। শিগগিরই সংবাদ সম্মেলন করে আবেদন শুরুর তারিখ ও অংশগ্রহণের প্রক্রিয়া জানানো হবে। অনুষ্ঠানটির আয়োজক বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি থেকে এসব তথ্য দেওয়া হয়েছে।
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন বলেন, ‘আমরা অনুষ্ঠানটি করার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছি। কিছুদিনের মধ্যে সংবাদ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছি।’ পরিচালক সমিতি থেকে জানানো হয়েছে, সারা দেশে প্রতিযোগিতাটি পরিচালনার জন্য এরই মধ্যে রাউন্ড দ্য ক্লক নামে একটি প্রতিষ্ঠানের সঙ্গে পরিচালক সমিতির চুক্তি হয়েছে। পাশাপাশি অনুষ্ঠানটির প্রচার সহযোগী হিসেবে আরটিভিও এর সঙ্গে যুক্ত হয়েছে।
বদিউল আলম খোকন জানান, দুই দফা পেছানোর পর গত বছরের ১৭ সেপ্টেম্বর নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতার নিবন্ধন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান হয়। কিন্তু তাতে আগ্রহীরা নিবন্ধন করতে পারেননি। সেই সময় প্রচার সহযোগী একটি টেলিভিশন চ্যানেল ও অনুষ্ঠানের ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের সঙ্গে আয়োজকদের নানা জটিলতা তৈরি হয়। এরপর নতুনভাবে নতুন আয়োজনে নতুন মুখের সন্ধানে শুরুর পরিকল্পনা থাকলেও আর শুরু করা যায়নি। পরিচালক সমিতির মহাসচিব আরও বলেন, ‘এর মধ্যে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নন্দিত পরিচালক আমজাদ হোসেন মারা গেলেন, এরপর পরিচালক সমিতির নির্বাচন, বার্ষিক পিকনিকের আয়োজন করতে হলো—সবকিছু মিলিয়ে অনেকটা সময় লেগে গেল প্রতিযোগিতা অনুষ্ঠানটি শুরু করতে।’ তিনি বলেন, ‘এখন আমরা প্রস্তুত। এই আয়োজনকে আমরা একটি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। আশা করছি, তা সফলভাবে শেষ করতে পারব।’
জানা গেছে, জেলায় জেলায় আবেদনের ব্যবস্থা থাকলেও আটটি বিভাগীয় শহরে প্রাথমিক বাছাইপর্ব অনুষ্ঠিত হবে। সেখান থেকে ১০০-১২০ জনকে নিয়ে ঢাকায় হবে চূড়ান্ত বাছাইপর্ব।
পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার এ ব্যাপারে জানান, ঢাকায় অনুষ্ঠিত বাছাইপর্বগুলো আরটিভিতে প্রচারিত হবে।
এদিকে নতুন মুখের সন্ধানে ২০১৯-এর সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন ইভেন্ট অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান রাউন্ড দ্য ক্লক। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা সালমান মাহমুদ বলেন, ‘দুই সপ্তাহ আগে আমরা বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সঙ্গে চুক্তি করেছি। শিগগিরই দেশজুড়ে বর্ণাঢ্যভাবে এই অনুষ্ঠান শুরু করতে পারব।’
নতুন মুখের সন্ধানে ২০১৯ প্রতিযোগিতা আয়োজনে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিকে সহযোগিতা করছে তথ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)।
উল্লেখ্য, ১৯৯০ সালে সর্বশেষ অনুষ্ঠিত হয় নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতা। এর আগে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থার উদ্যোগে ১৯৮৪,১৯৮৮ সালে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। দেশের চলচ্চিত্রাঙ্গনের জনপ্রিয় শিল্পী মান্না, দিতি, মিশা সওদাগর, অমিত হাসান, আমিন খানসহ অনেকেই এই নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতার মাধ্যমে উঠে এসেছেন।