এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাইয়ের দ্বিতীয় পর্বে শুরুটা দুর্দান্ত হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দলের। বুধবার নিজেদের প্রথম ম্যাচে ফিলিপাইনকে ১০-০ গোলে বিধ্বস্ত করেছে তারা। হ্যাটট্রিক করেছেন তহুরা খাতুন।
গত বছর সেপ্টেম্বরে ঘরের মাঠে বাছাইপর্বে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মিয়ানমারে দ্বিতীয় পর্বের টিকিট পেয়েছে বাংলাদেশ নারী দল। দুই গ্রুপ নিয়ে শুরু হয়েছে অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাইয়ের দ্বিতীয় পর্ব। যার মধ্যে গ্রুপ ‘বি’ গ্রুপে খেলছে বাংলাদেশ। এ গ্রুপে ফিলিপাইনের সঙ্গে মারিয়াদের প্রতিপক্ষ চীন ও স্বাগতিক মিয়ানমার।
মিয়ানমারের মান্দালায়ে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় দুপুর আড়াটায়। ফিলিপাইনের বিপক্ষে এটাই প্রথম ম্যাচ বাংলাদেশের। কিছুটা দুশ্চিন্তা কাজ করছিল। তবে মাঠে পারফরম্যান্সে উড়ে গেছে সব। প্রথমার্ধেই ফিলিপাইনাকে ধ্বংসস্তুপে পরিণত করেন মারিয়ারা। এ অর্ধে গুনে গুনে ছয়বার প্রতিপক্ষের জালে বল পাঠান তহুরা, শামসুন্নাহাররা। দ্বিতীয়ার্ধে ফিলিপাইনকে বঙ্গকন্যারা উপহার দেয় আরও ৪টি গোল।