ফটিকছড়ির ১৪ নম্বর নানুপুর ইউনিয়নে নৌকার প্রার্থী সৈয়দ ওসমান গণি বাবু ও ২১ নম্বর খিরাম ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ সোহরাব হোসাইন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইউনিয়ন দুটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যমতে, নানুপুর ইউনিয়নে সৈয়দ ওসমান গণি বাবু আট হাজার ৫৭১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ জাকারিয়া (আনারস) পেয়েছেন দুই হাজার ৩০৬ ভোট।
অন্যদিকে ফটিকছড়ির ২১ নম্বর খিরাম ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ সোহরাব হোসাইন (আনারস) দুই হাজার ৫৩২ ভোট পেয়েছেন। তার নিকটতম নৌকার প্রার্থী মুহাম্মদ শহীদুল আলম পেয়েছেন দুই হাজার ৫২৯ ভোট।
রিটার্নিং ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবীর বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। অপ্রীতিকর কিছু ঘটেনি।
একইদিন উপজেলার রোসাংগিরি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ও হাটহাজারীর শিকারপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে সদস্য পদে ভোটগ্রহণ হয়েছে।
এর মধ্যে রোসাংগিরি ইউনিয়নে ৭ নম্বর ওয়ার্ড সদস্য পদে নাজিম উদ্দিন চৌধুরী নির্বাচিত হয়েছেন।
শিকারপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে সদস্য পদে মো. ইদ্রিস (বৈদ্যুতিক পাখা) ৩৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জামাল আহমদ (ফুটবল) পেয়েছেন ২৩৭ ভোট। রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আরিফুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।