রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে দ্বিতীয় বারের মতো রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মনোনীত করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে অধিবেশন চলাকালে এ ঘোষণা দেন সংসদে সরকার দলীয় চিপ হুইপ নূর-ই-আলম চৌধুরী।
এর আগেও দশম জাতীয় সংসদেও এবিএম ফজলে করিম চৌধুরী রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
এবিএম ফজলে করিম চৌধুরী চট্টগ্রাম-৬ (রাউজান) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে ২০০১ সাল থেকে এ পর্যন্ত চারবার সংসদ সদস্য নির্বাচিত হন।
এদিকে উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী মারা যাওয়ার কারণে সহ-সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরীকে উত্তর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে বলে জানা গেছে।