ফজলে করিম রেলপথ মন্ত্রণালয় সংসদীয় কমিটির সভাপতি

রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে দ্বিতীয় বারের মতো রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মনোনীত করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে অধিবেশন চলাকালে এ ঘোষণা দেন সংসদে সরকার দলীয় চিপ হুইপ নূর-ই-আলম চৌধুরী।

এর আগেও দশম জাতীয় সংসদেও এবিএম ফজলে করিম চৌধুরী রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

এবিএম ফজলে করিম চৌধুরী চট্টগ্রাম-৬ (রাউজান) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে ২০০১ সাল থেকে এ পর্যন্ত চারবার সংসদ সদস্য নির্বাচিত হন।

এদিকে উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী মারা যাওয়ার কারণে সহ-সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরীকে উত্তর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে বলে জানা গেছে।