ঐতিহ্যবাহী ক্রিকেট শিক্ষা প্রতিষ্ঠান চিটাগাং ক্রিকেট অ্যাকাডেমির (সিসিএ) সভাপতি আলহাজ আলী আব্বাস তৃতীয়বারের মত চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নির্বাচিত হওয়ায় অ্যাকাডেমির পক্ষ থেকে সম্বর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার অ্যাকাডেমির প্র্যাক্টিস শুরুর আগে তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন সিসিএ কিড্সের সভাপতি মো. ফরিদুল আলম। সংগঠনের প্রধান নির্বাহী সাইফুল্লাহ্ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিসিএ কিড্সের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার কাজল রায়, যুগ্ম সম্পাদক সরওয়ার উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এম এ সালাম, কোচ ফয়জুল্লাহ্ সুমন প্রমুখ।