হঠাৎ করেই তারকাখ্যাতি পাওয়া প্রিয়া প্রকাশ ওয়ারিয়ারকে বলিউডের সিনেমায় অভিনয়ের প্রস্তাব দিয়েছেন একাধিক নির্মাতা। সুযোগ বুঝে প্রিয়াও তার পারিশ্রমিক চেয়ে বসেছেন এক সিনেমার জন্য দুই কোটি।
দুই সপ্তাহ আগেও সাধারণ এক অভিনেত্রী ছিলেন প্রিয়া। ওমর লুলু পরিচালিত ‘অরু আদার লাভ’ছবির ‘মাণিক্য মারালায়া পুভি’ গানের ভিডিওতে মাত্র ২৯ সেকেন্ডের প্রিয়ার উপস্থিতি ঝড় তুলেছেন অনলাইন দুনিয়ায়। চোখের ইশারায় তারকা বনে গেছেন তিনি।
এবার বলিউডের একাধিক নির্মাতা-প্রযোজক প্রিয়াকে তাদের সিনেমায় অভিনয়ের জন্য প্রস্তাব দিয়েছেন। প্রিয়াও এখন প্রতি ছবির জন্য পারিশ্রমিক চাচ্ছেন দুই কোটি রুপি! তবে এ ব্যাপারে প্রিয়া নিজে সংবাদমাধ্যমের কাছে কিছু বলেননি। কেউ কেউ বলছেন, এটা নাকি মিডিয়ার প্রচার।
১৮ বছরের তরুণী প্রিয়া বসবাস করেন কেরালার ত্রিচুরে। পরিবার আর কাছের বন্ধুরা তাকে রিয়া নামে ডাকেন। বিমলা কলেজে প্রথম বর্ষের ছাত্রী প্রিয়া।
পড়ালেখার পাশাপাশি র্যাম্প মডেল হিসেবে কাজ করেন। এছাড়া নৃত্যশিল্পীও তিনি। ভ্রু-নাচানোর কৌশল নাচ থেকেই রপ্ত করেছেন। প্রিয়া অভিনীত ‘অরু আদার লাভ’ছবিটি মুক্তি পাবে আগামী মার্চে। ছবিটিতে প্রিয়ার উপস্থিতি মাত্র ৩০ সেকেন্ড। এতেই চমকে দিয়েছেন তিনি।
এদিকে প্রিয়ার কাছে বেশকিছু ছবির প্রস্তাব গেলেও ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে প্রিয়া লিখেছেন, আগামী আগস্ট মাসের আগে তিনি নতুন কোনো ছবির ব্যাপারে ভাবছেন না।