নগরের প্রিমিয়ার ইউনিভার্সিটিতে কালজয়ী ইংরেজ কবি উইলিয়াম শেকসপিয়রের ‘মিডস সামার নাইটস ড্রিম’ নাটক মঞ্চস্থ হয়েছে।
বৃহস্পতিবার (১০ জানুয়ারি) ইউনিভার্সিটির জিইসি ক্যাম্পাসে ইংরেজি বিভাগের ৫ম অর্ধবর্ষের শিক্ষার্থীরা নাটকের অংশ বিশেষ মঞ্চায়ন করে।
নাটকটি পরিচালনা করেন বিভাগের চেয়ারম্যান সাদাত জামান খান। ডেল ড্রামা ফেস্টিবলের অংশ হিসেবে এ নাটকটি মঞ্চায়ন করা হয়।