রাজধানীতে হাইকোর্ট এলাকায় পুলিশের হাতে আটক বিএনপির দুই নেতাকে প্রিজন ভ্যান থেকে ছিনিয়ে নিয়ে গেছে দলের কর্মীরা। এসময় পুলিশের সঙ্গে বিএনপি সমর্থকদের সংঘর্ষে ৩ পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
মঙ্গলবার বিকেলে হাইকোর্ট সংলগ্ন মাজার গেটের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, খালেদা জিয়া ফেরার আগেই সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করছিল বিএনপি সমর্থকরা। এসময় তাদের সরে যেতে বললে তারা ইট পাটকেল ছুঁড়তে থাকে। এ ঘটনায় চার-পাঁচজন কর্মীকে আটক করে পাশের পুলিশ ভ্যানে রাখা হয়। কিছুক্ষণ পরই ওই পথে খালেদা জিয়ার গাড়ি বহর ফেরার সময় আবারো রাস্তায় চলে আসে নেতা-কর্মীরা। তারা পুলিশ ভ্যানে আটক কর্মীদের ছাড়িয়ে নিতে ভ্যানটি ভাংচুর করে।
এ বিষয়ে শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) জাফর আলী বিশ্বাস জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। হাইকোর্ট এলাকা থেকে বেশ কয়েকজন কে আটক করে থানায় আনা হয়েছে। বিএনপি সমর্থকরা পুলিশের অস্ত্রও ভেঙে দিয়েছে।