প্রার্থী মুখ্য নয়,নৌকার বিজয় মুখ্য- লোহাগাড়ায় আমিনুল ইসলাম

সাতকানিয়া প্রতিনিধি:  চট্টগ্রাম ১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম বলেছেন সময় এখন ভেদাভেদ ভুলে গিয়ে নৌকার প্রার্থীকে বিজয়ী করা। আমাদের কাছে কে প্রার্থী এটা মুখ্য বিষয় নয়, একমাত্র নৌকার বিজয় মুখ্য বিষয়।

২৯ নভেম্বর সকালে নেতাকর্মী শুভাকাঙ্খী ও স্থানীয় জনগণ নিজ বাসভবনে হাজির হয়ে কান্নায় ভেঙে পড়লে উপরোক্ত মন্তব্য করেন।

এ সময় নেতাকর্মীদেরকে শান্তনা দিতে গিয়ে আমিনুল ইসলাম বলেন, তিনি বলেন, গত ১০ বছর প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশে যেভাবে অভূতপর্ব উন্নয়ন সাধিত হয়েছে ঠিক তেমনি ভাবে আন্তর্জাতিক পরিম-লেও বাংলাদেশ বর্তমানে মর্যাদার আসনে পৌঁছে গিয়েছে। উন্নয়নের এ ধারাবাহিকতা রক্ষায় ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনাকে পুনরায় রাষ্ট্র ক্ষমতায় আনার বিকল্প নাই।
তিনি আরো বলেন, আমি চট্টগ্রাম ১৫ আসন থেকে দলীয় মনোনয়ন চেয়েছিলাম। আপনারাও ভালবেসে আমাকে প্রার্থী হিসেবে দেখতে চেয়েছিলেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলতে চাই প্রধান মন্ত্রী যেহেতু বর্তমান এম পি নদভী কে নৌকা প্রতীক দিয়েছেন কাজেই সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে নদভীকে এমপি নির্বাচিত করার জন্য কাজ করব।
এ সময় উপস্থিত ছিলেন নুরুল আফছার চৌধুরী, তৈয়বুর হক বেদার, এম এইচ মামুন, নাজিম উদ্দীন, সাজেদুর রহমান দুলাল, জসিম উদ্দীন, গাজী মো. ইসহাক, খোরশেদুল আলম

আলোকিত সাতকানিয়া/এইচএম