প্রস্তাবিত ‘দোহাজারী-সাঙ্গু’ থানা বাস্তবায়নের দাবি

সরকারের প্রশাসনিক বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে চন্দনাইশ উপজেলার ২টি ইউনিয়ন ও সাতকানিয়া উপজেলার ৬টি ইউনিয়নের সমন্বয়ে প্রস্তাবিত ‘দোহাজারী–সাঙ্গু’ থানা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় দোহাজারীতে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

দোহাজারী–সাঙ্গু থানা বাস্তবায়ন কমিটির ব্যানারে আয়োজিত মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন চট্টগ্রাম– ১৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দীন নদভী ও চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর।

মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরুর সভাপতিত্বে ও সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন অধ্যক্ষ মুফতি আহমদ হোসাইন আলকাদেরী, আ’লীগ নেতা বাবর আলী ইনু, আবদুল শুক্কুর, বশির উদ্দীন মুরাদ, নবাব আলী, এডভোকেট তুষার সিংহ হাজারী, ব্যবসায়ী আলী আজম খান, আবদুল নবী খান, মো. আলী আকবর, মো. লোকমান হাকিম, সাংবাদিক এমএ রাজ্জাক রাজ, এসএম নাছির উদ্দিন বাবলু, আবিদুর রহমান বাবুল, বিএনপি নেতা নুর মোহাম্মদ, আমির হোসেন, এলডিপি নেতা লেয়াকত আলী, প্রধান শিক্ষক বিষ্ণু যশা চক্রবর্ত্তী, মোরশেদ আলী, ফয়েজ আহমদ টিপু, সাবেক মেম্বার শাহ আলম, জামাল উদ্দীন, নাজিম উদ্দীন, মো. এস্কান্দর, মো. মহিউদ্দীন, ব্যাংক কর্মকর্তা আহমদুর রহমান, ডা. মুহাম্মদ এহতেশামুল হুদা, ডা. কলিম উদ্দীন, মুন্সি আবদুর রউফ সৌরভ, মোক্তার হোসাইন শিবলী, আবদুল গফুর রব্বানী, আবু ইউসুফ, কলিমুল্লাহ, মনছুর আলী, ওবাইদুল আকবর টুটুল, কাজী শাহেদ নুর, ডা. আবদুর রহমান, মো. বাহাদুর মিয়া, কামাল উদ্দীন, আসকর খান বাবু, শওকত খান, নুরুল আমিন, কাজী হাসান, সৈকত দাশ ইমন, মুহিম বাদশা, হেলাল উদ্দীন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী থাকাকালে ২০০১ সালে দোহাজারীর একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে দোহাজারীকে থানা করার ঘোষণা দেন। এরপর নানা জটিলতা কাটিয়ে দোহাজারী–সাঙ্গু থানা বাস্তবায়নের শেষ পর্যায়ে এসে থানা বাস্তবায়ন বাধাগ্রস্থ করতে একটি মহল বিভিন্ন অপপ্রচার ও বিভ্রান্তি ছড়াচ্ছে। মানববন্ধনে বক্তারা বর্তমান সরকারের গৃহিত প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রস্তাবিত দোহাজারী–সাঙ্গু থানা দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

নজরুল ইসলাম এমপির একাত্মতা: এদিকে চট্টগ্রাম ১৪ ( চন্দনাইশ – উত্তর সাতকানিয়া) আসনের এমপি নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, উত্তর সাতকানিয়ার ছয় ইউনিয়ন নিয়ে নতুন একটি থানা গঠনের দাবিটি উল্লেখিত ইউনিয়নবাসীর প্রাণের দাবি। তিনি কোনভাবেই তাদের মতামতের বাইরে থাকতে পারেন না। উত্তর সাতকানিয়া নতুন থানা গঠনের দাবির সাথে তিনি একাত্মতা ঘোষণা করে বলেছেন, এ জন্যে যা কিছু করার দরকার তিনি করবেন।

গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে উত্তর সাতকানিয়া সম্মিলিত নাগরিক সমাজ আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নতুন থানার পথিকৃৎ সাংবাদিক, প্রাবন্ধিক জসীম চৌধুরী সবুজ উত্তর সাতকানিয়াবাসীর ন্যায্য দাবি নতুন থানা অবিলম্বে বাস্তবায়নে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

নাগরিক সমাজের মাস্টার মহিউদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন নুরুল হাকিম চৌধুরী, সালাউদ্দিন শাহরিয়ার, ওসমান আলী, হেলাল উদ্দিন টিপু, মোহাম্মদ আলী, জহিরুল ইসলাম, মনছুরুল ইসলাম,আবুল কালাম আজাদ, টেরিবাজার ব্যবসায়ী নেতা আহমদ হোসেন, রেয়াজউদ্দিন বাজার সমিতির ফারুক আজম, মাস্টার জয়নাল, নাজিম উদ্দিন, আক্তার কামাল চৌধুরী, সবিহ উল আজাদ চৌধুরী সোহেল, ওহেলাল উদ্দিন, রকিম উদ্দিন, এডভোকেট খোকন, শহীদুল ইসলাম, শোয়েব আলী, ইখতিয়া উদ্দিন বাপ্পি, মোহাম্মদ এরশাদ, শাহ আলম, বাবলা দাশ, আলী নুর মানিক, তৌহিদুল ইসলাম, লিয়াকত আলী, শোয়েব আনসারী, ইলিয়াস সানিসহ নগরীতে অবস্থানরত বিভিন্ন শ্রেনী পেশার নেতৃবৃন্দ। খবর আজাদী