এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজন শিক্ষক এবং ফেসবুকের একটি গ্রুপের এক অ্যাডমিনকে গ্রেপ্তার করেছে র্যাব। রাজধানীর উত্তরখান ও গাজীপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আজ (সোমবার) সকালে র্যাব-৩ এর একটি দল তাদের গ্রেপ্তার করে।
র্যাবের পক্ষ থেকে এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এদিকে চলতি এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে আন্তমন্ত্রণালয় কমিটি।
রোববার সচিবালয়ের সম্মেলন কক্ষে বৈঠক শেষে তদন্ত কমিটির আহ্বায়ক এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর এ কথা জানান।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আলমগীর বলেন, ‘একটি বিষয়ে পূর্ণাঙ্গ প্রশ্নফাঁসের প্রমাণ পেয়েছি। কোন বিষয় সেটা এখনই বলা যাবে না। আমরা আগামী ২৫ তারিখ মিটিং করে ২৬ তারিখে চূড়ান্ত যে সুপারিশ দেব সেখানে দেখতে পাবেন।