ভালোবাসার সংজ্ঞা পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছেই আলাদা। যার জীবনের দৃষ্টিভঙ্গি যেমন, সে সেভাবেই বিষয়টাকে দেখেন। আবার ভালোবাসা দিবস নিয়েও আছে ভিন্ন মত। তবে এ কথা তো সত্য, ভালোবাসা জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ । এই যেমন অভিনেত্রী জয়া আহসানের কাছে, ভালোবাসা মানে হলো একটা অনুভূতি যা বেঁচে থাকার রসদ যোগায়।
জয়া বলেন, ‘ভালোবাসা আমার কাছে একটা অনুভূতি। যা বেঁচে থাকার রসদ জোগায়। একেবারে আলাদা একটা চার্ম থাকে এই ভালোবাসায়। আর রোজই ভালোবাসার দিন। তবে কেউ যদি ভালোবাসা জন্য একটা দিন আলাদাভাবে আনন্দ করে, মজা করে, তাতে তো কোনো ক্ষতি নেই। ভালোবাসা থাকাটাই হচ্ছে আসল কথা।’
১২ ফেব্রুয়ারি কলকাতায় ছিল নির্মাতা অর্ণব পালের ছবি ‘বৃষ্টি তোমাকে দিলাম’- এর মিউজিক লঞ্চ অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন এ ছবির অভিনেত্রী জয়া আহসানও। সেখানকার স্থানীয় একটি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে জয়া জানিয়েছেন, ভালোবাসা বিষয়ে নিজের দৃষ্টিভঙ্গি।
ভারতীয় চলচ্চিত্র নির্মাতা সুমন মুখোপাধ্যায় আন্তন চেখভের একটি গল্প অবলম্বনে নির্মাণ করছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘প্রেম ছাড়ার গোপন উপায়’। এতে অভিনয় করছেন জয়া। সম্প্রতি জয়া আহসান তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘সি তে সিনেমা’ থেকে নতুন আরেকটি ছবি প্রযোজনা করছেন। নাম দিয়েছেন ‘ফুড়ুৎ’।
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস ‘দেবী’ অবলম্বনে অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’ ছবিতে রানু চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন জয়া।