প্রবাসীদের ভূমিসেবা দিতে অনলাইন প্ল্যাটফর্ম গড়ে তোলা হচ্ছে : ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, সারাবিশ্বের প্রবাসী বাংলাদেশীদের ভূমি সেবা প্রদানের জন্য অনলাইন প্ল্যাটফর্ম গড়ে তোলা হচ্ছে। প্রবাসীরা অনলাইনে ভূমি সংক্রান্ত সমস্যা, অভিযোগ জানাতে পারবেন এবং সহায়তা চাইতে পারবেন। পুরো ব্যবস্থাটি মনিটর করবে ভূমি মন্ত্রণালয়। সচিবালয়ে ভূমিমন্ত্রীর সাথে প্রবাসীদের শীর্ষ সংগঠন‘এনআরবি-সিআইপি এসোসিয়েশন’র প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাতকালে তিনি একথা বলেন। এসোসিয়েশনের প্রেসিডেন্ট ও এন আর বি ব্যাংকের চেয়ারম্যান মো. মাহতাবুর রহমানের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন সিনিয়র সহ-সভাপতি তাতাইয়ামা কবির ও এম শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক কাজী সারোয়ার হাবীব, সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি মোহাম্মদ ইয়াছিন চৌধুরী, অর্থ সম্পাদক আশরাফুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ ইদ্রিস, কার্য নির্বাহী সদস্য মোসাদ্দেক চৌধুরী এবং মিডিয়া পরামর্শক এজাজ মাহমুদ।
এ্যাসোসিয়েশন নেতারা ভূমি নিয়ে প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। বলেন, কেবল পারিবারিক ভূসম্পদ রক্ষায় নয়,নতুন বিনিয়োগের জন্য ভূমি ক্রয় করার সময়ও প্রবাসী উদ্যোক্তারা হয়রানির শিকার হন। এতে অনেকেই দেশে বিনিয়োগের উৎসাহ হারিয়ে ফেলেন। ভূমিজনিত বিভিন্ন সেবা সহজিকরণে ভূমিমন্ত্রণালয়ের নানা উদ্যোগ এবং পরিকল্পনার কথা উল্লেখ করে ভূমিমন্ত্রী বলেন, মানুষ চায় ভূমির জটিলতা থেকে বের হয়ে আসতে। কোথায় কী সমস্যা রয়েছে এবং তার সমাধানের পথ আমরা খুঁজে দেখছি । আমরা স্বল্প, মধ্যম এবং দীর্ঘ মেয়াদী উদ্যোগ নিয়েছি। ভূমি ব্যবস্থাপন কে ডিজিটালাইজড করতে এরই মধ্যে পাইলট প্রকল্প গ্রহণ করেছি। এর ভালমন্দ পরখ করে ভূমির জটিলতা দূর করতে স্থায়ী ব্যবস্থা নেয়া হবে।
তিনি প্রবাসী-সিআইপিদের প্রধানমন্ত্রীর উদ্যোগে স্থাপিত বিশেষ অর্থনৈতিক অঞ্চলে শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে দেশে বিনিয়োগে এগিয়ে আসার আহবান জানান। বৈঠক শেষে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ নতুন সরকারে ভূমি মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় ওমানী স্মারক দিয়ে তাকে অভিনন্দন জানান চট্টগ্রাম সমিতি ওমান।