চট্টগ্রাম- ১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভীকে সংবর্ধনা দিয়েছে সাতকানিয়া উপজেলা প্রশান।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয়বারের মত চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় সাতকানিয়া উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধিত অতিথির হাতে অভিনন্দন ক্রেস্ট তুলে দেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার মোবারক হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) হাসানুজ্জামান মোল্লা প্রমুখ ।