প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন শুক্রবার

সরকারের চার বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বলে জানিয়েছেন সংষ্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
 
বুধবার  বিকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন।
 
মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংস্কৃতিমন্ত্রীসহ অন্যরাভাষণটি আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠেয় সাংষ্কৃতিক অনুষ্ঠানে প্রচারের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি।