প্রধানমন্ত্রী স্বর্ণ পদক-২০১৭ পেয়েছেন সাতকানিয়ার রাশেদা আক্তার রুপা। এবারই প্রথম এই জেলা থেকে কেউ শিক্ষাখাতে প্রধানমন্ত্রী স্বর্ণ পদক পেলেন। গত ২৫ জুলাই বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃতী শিক্ষার্থীদের হাতে পদক তুলে দেন।
সারা বাংলাদেশে সরকারী,বেসরকারি বিশ্ববিদ্যালয়ে,বিভিন্ন অনুষদে সর্বোচ্চ নম্বর পাওয়া ১৬৩ জনের মধ্যে সাতকানিয়ার কৃতি ছাত্রী রাশেদা অাক্তার রুপা অন্যতম।
রাশদা আক্তার রুপা সাতকানিয়া উপজেলার গোয়াজরপাড়ার বাসিন্দা। তিনি সাতকানিয়া কলেজ থেকে ইন্টারমেডিয়েট পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়ন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় হতে প্রধান মন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পাওয়ার মাধ্যমে সাতকানিয়াবাসীকে অাবারো সারা দেশে তথা সারা বিশ্বে পরিচিত করেছেন। তাই অামরা অামরা গর্বিত।