প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ আরশেদুল আলম বাচ্চুর

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নগর ছাত্রলীগের সাবেক দফতর সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা উপ-কমিটির সদস্য আরশেদুল আলম বাচ্চু।

মঙ্গলবার (১৫ জানুয়ারি) প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

আরশেদুল আলম বাচ্চু এ সময় চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে ফুলেল অভিনন্দন জানান। গত ১০ বছরে চট্টগ্রামের অভাবনীয় উন্নয়ন করায় চট্টগ্রামবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানান। চট্টগ্রামের উন্নয়নে মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরশেদুল আলম বাচ্চু  জানান, নির্বাচন পরবর্তী সৌজন্য সাক্ষাৎ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে গিয়েছি। তার কাছ থেকে দোয়া নিয়েছি। চট্টগ্রামের বিভিন্ন বিষয়ে তিনি খোঁজ-খবর নিয়েছেন। দেশের জন্য, দলের জন্য নিবেদিত হয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন।