গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাতকানিয়া আদর্শ মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী সৌজন্য সাক্ষাৎ করেছেন। গত ৪ জানুয়ারি শুক্রবার সাক্ষাৎকালে আরো উপস্থিত ছিলেন সাতকানিয়া-লোহাগাড়া আসন থেকে দ্বিতীয় বারের মত নবনির্বাচিত এমপি অধ্যাপক ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী ও প্রধান মন্ত্রীর সামরিক সচিব মিয়া মোহাম্মদ জয়নাল আবেদীন বীর বিক্রম। নুরুল আবছার চৌধুরী সাতকানিয়া আদর্শ মহিলা কলেজ ও সাতকানিয়া-লোহাগাড়ার বিভিন্ন সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রীকে তিন সাতকানিয়া-লোহাগাড়া সফরের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী সুবিধাজনক সময়ে সাতকানিয়া-লোহাগাড়া সফরের আশ্বাস দেন। দল ও এলাকার জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করায় প্রধানমন্ত্রী তার প্রশংসা করেন। প্রধান মন্ত্রীর সঙ্গে কলেজের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলায় ও উন্নয়নের আশ্বাস পাওয়ায় কলেজের অধ্যক্ষ, শিক্ষকবৃন্দ নুরুল আবছার চৌধুরীকে অভিনন্দন জানান।